Sunday, May 27, 2012

খালেদাকে রাজনীতি থেকে বিতাড়নের হুমকি ইনুর

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ‘যুদ্ধাপরাধীদের পক্ষে সরাসরি অবস্থান নিয়েছেন’ অভিযোগ করে তাঁকে রাজনীতি থেকে বিতাড়িত করার হুমকি দিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে হাসানুল হক ইনু এই হুমকি দেন।
ক্ষমতাসীন মহাজোটের শরিক জাসদের সভাপতি বলেন, ‘মাইনাস টু বলে যে কথা বলা হয়, তার মানে যুদ্ধাপরাধীদের প্লাস করা। যুদ্ধাপরাধীকে রক্ষা করতেই এ ফর্মুলা। এখন হবে মাইনাস ওয়ান, মাইনাস যুদ্ধাপরাধী, মাইনাস খালেদা জিয়া।’ তিনি বলেন, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে যে অভিযান চলছে, তাতে সফল হতে হলে খালেদা জিয়ার বিরুদ্ধে সর্বাত্মক অভিযান চালাতে হবে। যুদ্ধাপরাধীর সঙ্গ ত্যাগ না করলে তাঁকে রাজনীতির মঞ্চ থেকে বিতাড়িত করতে হবে।
খালেদা জিয়াকে উদ্দেশ করে হাসানুল হক ইনু বলেন, ‘আমরা শেষ সুযোগ দিচ্ছি, আপনি যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার শওকত আলী সব যুদ্ধাপরাধীকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। তিনি বলেন, সবাইকে আগেই গ্রেপ্তার করা হলে ‘বাচ্চু রাজাকার’ (মাওলানা আবুল কালাম আজাদ) পালাতে পারতেন না।
অজয় রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও বক্তব্য দেন।

No comments:

Post a Comment

আরো জানুন

সম্পর্কে